প্রতি বছর ২১শে জুন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (আইএইচও) প্রতিষ্ঠার দিনটি ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস' হিসেবে পালিত হয়ে থাকে। এ বছর বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের প্রতিপাদ্য হচ্ছেঃ “হাইড্রোগ্রাফিতে আন্তর্জাতিক সহযোগিতার একশত বছর”। হাইড্রোগ্রাফিক সংস্থাসমূহ, সংশ্লিষ্ট শিল্পকারখানাসমূহ এবং বিশেষজ্ঞগণের সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম সমুদ্রকে আরো গভীরভাবে জানার সুযোগ করে দিয়েছে। এ বছরের প্রতিপাদ্যটি এসবেরই অর্জন থেকে নির্ধারিত । ১৯২১ সালে প্রতিষ্ঠার সময় সংস্থাটির নাম ছিল আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক ব্যুরো (আইএইচবি)। বর্তমান নামটি ১৯৭০ সালে সদস্য দেশগুলো কর্তৃক এক অধিবেশনের মাধ্যমে অনুমোদিত হয়।.....