বর্তমানে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য আহরণে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের প্রায় ১৩.৫০ লক্ষ মানুষ নিয়োজিত রয়েছে যা দেশের কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্রতা হ্রাস এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সুনীল অর্থনীতির একটি ক্ষেত্র হিসেবে বিবেচিত। জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এর কারণে এই বিশাল জনগোষ্ঠী আজকে পেশাজনিত হুমকির সম্মুখিন। এমতাবস্থায়, দুর্যোগকালীন ঝুঁকিতে টিকে থাকার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের বিকল্প কিছু নেই। এই বিশাল জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলবর্তী মৎস্যজীবিদের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও তাৎক্ষণিক সাড়াদানের লক্ষ্যকে সামনে নিয়ে অ্যাওসেড (AOSED) এর উদ্যোগে বাংলাদেশ ইন্সটিটিউট অফ মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (BIMRAD) এর কারিগরি বিশেষজ্ঞ সহযোগিতা ও সম্পাদনায় সমুদ্রগামী জেলেদের জন্য এই প্রশিক্ষণ সহায়িকা প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষণ সহায়িকাটির যথাযথ ব্যবহার সমুদ্রগামী জেলেদের জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনবে বলে আশা করা যায়।